উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যাচার সত্ত্বেও মামলা হয়নি: আইন উপদেষ্টা আসিফ নজরুল
ঢাকা, ২৬ জুন: উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হলেও কোনো মামলা দায়ের করা হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের এক বিশেষ সংলাপে তিনি এই মন্তব্য করেন।
'মিথ্যাচার নিয়ে সরকারের নীরবতা, গুজবের দায় জনগণের'
আইন উপদেষ্টা বলেন, "সরকার নিয়ে, আমাকে নিয়ে ভয়াবহ মিথ্যাচার করা হচ্ছে। এটা নিয়ে মামলা দূরে থাক, সরকার কোনো প্রতিবাদ করে না।" তিনি আরও যোগ করেন, তার কাছে অনেক অন্যায় তদবির আসে এবং যখন সেগুলোতে পাত্তা দেওয়া হয় না, তখন গালাগালি শুরু হয়। তাকে "ভারতের দালাল" বানানোর মতো অভিযোগও আনা হয়। আসিফ নজরুল এই গুজব ও মিথ্যাচারের বিষয়টি জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছেন।
বিচার বিভাগ ও পুলিশের সংস্কারে গুরুত্বারোপ
আসিফ নজরুল জানান, দেশের বিচার বিভাগ ও পুলিশের ক্ষেত্রে অধিকাংশ সংস্কার প্রয়োজন। বিচার বিভাগকে উন্নত করতে কাজ চলছে এবং আদালতকে ডিজিটালাইজেশন করা হচ্ছে, যদিও এটি সময়সাপেক্ষ। তবে ঢাকা ও চট্টগ্রামে ইতোমধ্যে দুটি আদালত ডিজিটালাইজ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে মিথ্যা মামলাসহ অন্যায়ভাবে প্রচুর আটক হয়। এটা রোধেও কাজ করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি অভিযোগ করেন, অনেকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ভুয়া মামলা করে থাকে।
সাংবাদিকদের মামলা ও বিচারকের স্বাধীনতা
উপদেষ্টা জানান, ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, যার মধ্যে মাত্র ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, মামলা নিয়ে সরকারের কিছু করার নেই, এবং যারা মিথ্যা মামলা করছে, তাদের পুলিশি নিষেধাজ্ঞার সুযোগ কম।
সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন নিয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, কে জামিন পাবে আর কে পাবে না, সে বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় না। তিনি স্পষ্ট করেন যে, বিচারকরা স্বাধীন এবং কোন গ্রাউন্ডে জামিন দেওয়া হচ্ছে না, তা বিচার প্রক্রিয়ার সাথে জড়িতরাই বলতে পারবেন।