ঢাকা | বঙ্গাব্দ

পরিবেশ ধ্বংস করে আবাসন তৈরি কোনোভাবেই কাম্য নয়: রিজওয়ানা হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

'পরিবেশ ধ্বংস করে আবাসন কাম্য নয়': সবুজায়নের ওপর জোর দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা, ২৬ জুন: পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ধ্বংস করে আবাসন তৈরি করা কোনোভাবেই কাম্য নয়। তিনি জোর দিয়ে বলেন, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই পরিবেশ রক্ষা করেই আবাসন খাতকে এগিয়ে নিতে হবে। উপদেষ্টা বাসার ছাদ থেকে শুরু করে যেখানেই মাটি আছে, সেখানেই গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।


'জিরো সয়েল' কর্মসূচির মাধ্যমে দূষণ কমানোর আহ্বান

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পূর্বাচলে হারারবাড়ি চত্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবুজায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

'জিরো সয়েল' কর্মসূচি বাস্তবায়নে রাজধানীবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজধানীর উন্মুক্ত মাটি গাছ, ঘাস ও ফুলের চারা দিয়ে ঢেকে দিতে পারলে পরিবেশ দূষণ অনেকাংশে কমে আসবে।


ডিএনসিসি'র সমন্বিত উন্নয়নের প্রতিশ্রুতি

এই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পূর্বে বিভিন্ন সংস্থার সঙ্গে সিটি করপোরেশনের যে দ্বন্দ্ব ছিল, তা এখন আর নেই। সরকারি সব সংস্থার সঙ্গে সমন্বয় করে করপোরেশন কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে সব উন্নয়ন কাজ জনগণের চাহিদা পূরণ করবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স