জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, ক্ষমতার অপব্যবহারের ফলে দুজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গ্রেপ্তার হয়েছেন, যাদের একজনকে চরমভাবে অপমানিতও হতে হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।
বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাজনৈতিক দল গড়ে তোলা জরুরি। কিন্তু আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত, তাহলে শেখ হাসিনা দানবীয় আচরণে জড়াতেন না। সেক্ষেত্রে আমাদের ইতিহাসও ভিন্ন হতে পারত।
তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে দলের নিবন্ধনের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে, দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা নিশ্চিত করা, অপরাধীদের দলে প্রবেশ রোধ করা এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখা।