ঢাকা | বঙ্গাব্দ

সাবেক সিইসি হাবিবুল আওয়াল ৩ দিনের রিমান্ডে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় এ আদেশ দেন আদালত।

এর আগে পুলিশ কাজী হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে হাজির হয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ডামি নির্বাচন শুধু আমার সময়েই নয়, অতীতেও হয়েছে। তবে কমিশনের প্রধান হিসেবে কিছু সীমাবদ্ধতা ছিল। তিনি আরও বলেন, বিনয়ের সাথে বলতে চাই, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনই বিতর্কিত হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতকে জানান, হাবিবুল আউয়াল নিজেই স্বীকার করেছেন যে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন। তিনি দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করলেও, একজন সাংবিধানিক পদে থেকে ওই নির্বাচন থেকে দায় এড়ানোর সুযোগ নেই।

উল্লেখ্য, গতকাল বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে। পরে বিএনপির করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি দায়ের করা মামলায় তিনটি জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন কাজী হাবিবুল আউয়াল। কমিশনের অন্যান্য সদস্যরা ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স