ঢাকা | বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল রোববার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী রোববার (২৯ জুন) মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তদন্তে আবু সাঈদ হত্যার সঙ্গে মোট ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

গত বছরের ১৬ জুলাই রংপুরে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পরে, নিহতের বড় ভাই রমজান আলী গত ১৮ আগস্ট ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া চলতি বছরের ১৩ জানুয়ারি আবু সাঈদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।

এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ বর্তমানে কারাগারে রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স