ঢাকা | বঙ্গাব্দ

সুস্থ হয়ে রিয়ালের অনুশীলনে এমবাপ্পে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

ক্লাব বিশ্বকাপে সালজবুর্গের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর আগেই রিয়াল মাদ্রিদের জন্য সুখবর এসেছে। অসুস্থতা কাটিয়ে ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে অনুশীলনে ফিরেছেন।

জ্বরের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে পরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে মুক্তি পেয়েও পুরোপুরি ফিট না হওয়ায় দ্বিতীয় ম্যাচেও মাঠে নামেননি তিনি। প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর পাচুকার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় লাভ করে রিয়াল মাদ্রিদ।

ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে শুক্রবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় সালজবুর্গের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে কোচ এমবাপ্পেকে বদলি হিসেবে কিছু সময় খেলানোর সম্ভাবনা করছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স