ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ও উদ্বেগ। গত এক সপ্তাহ ধরে তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না, যা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতাদের মাঝেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আয়াতুল্লাহ খামেনি কি সুস্থ আছেন?
এই পরিস্থিতি ঘিরে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে সাংবাদিক ফারনাজ ফসিহি জানান, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও আয়াতুল্লাহ খামেনিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় দেখা যাচ্ছে না। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে, ইসরায়েলের হামলার আশঙ্কায় তিনি বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকেই ভিডিওবার্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছিলেন তিনি।
নিউইয়র্ক টাইমসের মতে, হঠাৎ তার এমন নিষ্ক্রিয়তা ইরানের জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সাধারণ মানুষ তো বটেই, শীর্ষ রাজনীতিবিদরাও তার অনুপস্থিতি নিয়ে চিন্তিত।
এ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক সরাসরি প্রশ্ন তুলেছেন। গত মঙ্গলবার (২৪ জুন) তিনি খামেনির দফতরের শীর্ষ এক কর্মকর্তাকে প্রশ্ন করেন—মানুষ সর্বোচ্চ নেতার অবস্থান ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, তিনি কেমন আছেন?
তবে ওই কর্মকর্তা মেহদি ফাজায়েলি সরাসরি কোনো উত্তর না দিলেও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, যারা সর্বোচ্চ নেতার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। তিনি আরও বলেন, ‘আল্লাহ চাইলে আমরা সর্বোচ্চ নেতাকে নিয়েই বিজয় উদযাপন করব।’
এ নিয়ে এখনো দেশটির রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও নানা প্রশ্ন ও গুঞ্জন চলছেই।