ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নিহত দুইজনের মধ্যে একজন ১৪ বছরের কিশোর এবং অন্যজন ৪৮ বছর বয়সী নারী।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৭৪ জন ভর্তি হয়েছেন বরিশালের বিভিন্ন হাসপাতালে। এছাড়া, ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৩০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৮ জন নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৫ জন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স