ঢাকা | বঙ্গাব্দ

গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৮ জনকে পুশ ইন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ ৮ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর পিলারের মাঝামাঝি গেট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

জানা যায়, পুশ ইনকৃতরা সীমান্তবর্তী সড়ক দিয়ে বাংলাদেশের ভেতরের দিকে আসার সময় টহলরত বিজিবির সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদেরকে হেফাজতে নেওয়া হয়।

পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের টিটু শেখ (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), খুলনার দৌলতপুরের আমিনুল ইসলাম (২৮), নড়াইলের আবেজান খাতুন (৪০), জামালপুরের ফাইমা আক্তার (২৭), নাছিমা আক্তার (৩৬) এবং শিশু রহিম (৫) ও রোহান (৩)।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম জানান, বিএসএফ সকাল সাড়ে ৬টার দিকে তারকাঁটার বেড়া পার করে দুই শিশু, তিন নারী ও তিন পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

তিনি আরও জানান, পুশ ইন ঘটনার প্রতিবাদে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স