রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনিয়ম, চুরি ও হয়রানি রোধের পাশাপাশি যাত্রী সেবার মান উন্নয়নের জন্য কর্মীদের জন্য স্বয়ংক্রিয় বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে সদর দফতরে তথ্য অধিকার বিষয়ক আয়োজিত এক কর্মশালায় বিমান বাংলাদেশের সিইও জাহিদুল ইসলাম ভুঞা এ তথ্য জানান।
তিনি জানান, কোনো গাফিলতি বা অনিয়ম ধরা পড়লেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি লোকসান কমাতে অপ্রতিষ্ঠানকৃত রুট বন্ধ করে সম্ভাবনাময় নতুন রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ধারাবাহিক লোকসানের কারণে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নতুন রুট পরিচালনার জন্য বিমান দুইটি উড়োজাহাজ লিজ নেয়া হবে বলেও জানান সিইও জাহিদুল ইসলাম ভুঞা।