প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ স্বৈরাচার রুখে দেওয়ার বড় অর্জন: সালাহউদ্দিন আহমদ
ঢাকা, ২৬ জুন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। তিনি এটিকে স্বৈরাচারকে রুখে দেওয়ার বড় অর্জন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও বিচার বিভাগের স্বাধীনতা
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এজন্য প্রথমে সাংবিধানিকভাবে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি আরও প্রস্তাব করেন যে, আদালতে চ্যালেঞ্জ করা যাবে না এমন কোনো আইন সংসদে পাস করা যাবে না এবং বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
ক্ষমতার ভারসাম্য ও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের আহ্বান
সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শুধু নির্বাহী বিভাগকে দুর্বল করে শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো দাঁড় করানো যাবে না। বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, যাতে কোনো বিভাগ অপর বিভাগের ওপর প্রভাব বিস্তার করতে না পারে।
তিনি আরও বলেন, "আমরা শহীদদের রক্তাক্ত পিচ্ছিল রাজপথের ওপর দাঁড়িয়ে আছি। তাদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনেক ছিল। শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে এই দেশের ভবিষ্যৎ হুমকির মধ্যে পড়বে।" তিনি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে সবাইকে এক থাকার আহ্বান জানান।
গণমাধ্যমের স্বাধীনতা ও বিবেকের প্রতি দায়বদ্ধতা
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, "যে দেশে গণমাধ্যম পূর্ণ স্বাধীন থাকে, সেই দেশে গণতন্ত্রও শতভাগ থাকে।" তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যেন তারা মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন।