ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রথম দলটি ইরান থেকে পাকিস্তানের উদ্দেশ্যে সড়কপথে রওনা হয়েছে এবং তারা ইতোমধ্যে দেশটির সীমান্তে পৌঁছেছে। পাকিস্তান সরকারের সহযোগিতায় তারা দ্রুত করাচি শহরে পৌঁছাবে। সেখান থেকে বিমানে করে তারা বাংলাদেশে ফিরবেন।
বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইরানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেসব বাংলাদেশি দেশে ফিরতে আগ্রহী, তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া দূতাবাস সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরপরই বাংলাদেশ দূতাবাস ইরানে অবস্থানরত নাগরিকদের দ্রুত যোগাযোগের সুবিধার্থে দুটি হটলাইন নম্বর চালু করেছে। যে কেউ এসব নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
বাংলাদেশ দূতাবাস, তেহরান-এর হটলাইন নম্বর:
+৯৮৯৯০৮৫৭৭৭৩৬৮
+৯৮৯১২২০৬৫৭৪৫
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকাস্থ কার্যালয়ের হটলাইন নম্বর:
+৮৮০১৭১২০১২৮৪৭