ঢাকা | বঙ্গাব্দ

ইরান ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো প্রমাণ নেই: যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরান তার সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছে— এমন কোনো গোয়েন্দা তথ্য তার হাতে নেই।

বৃহস্পতিবার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, গত শনিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বোমারু বিমানগুলো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় ৩০ হাজার পাউন্ড ওজনের এক ডজনের বেশি ‘বাংকার-বাস্টার’ বোমা ব্যবহার করা হয়।

মার্কিন প্রশাসন জানিয়েছে, এই হামলার পরিণতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে বোঝা যায়— ইরানের পারমাণবিক কর্মসূচিতে এই হামলা কী ধরনের প্রভাব ফেলেছে বা তা কতটা পিছিয়ে দিতে পেরেছে।

এদিকে, গত রোববার (২২ জুন) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইরানি সূত্র দাবি করেছিল, মার্কিন হামলার আগেই ইরান ৬০ শতাংশ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ অংশ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল।

তবে হেগসেথ সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলেন, “আমি এমন কোনো গোয়েন্দা তথ্য দেখিনি বা জানি না, যা বলছে যে সেখানে যা থাকার কথা ছিল, তা সরিয়ে ফেলা হয়েছে বা অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনের পুরো সময়টিই উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, “কিছু সরিয়ে নিতে অনেক সময় লাগতো।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স