ঢাকা | বঙ্গাব্দ

২০ মাসে মধ্যপ্রাচ্যের পাঁচ অঞ্চলে ইসরায়েলের ৩৫ হাজার হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

২০ মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের চারটি দেশে প্রায় ৩৫ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে ফিলিস্তিনে। এই চারটি দেশ হলো—ফিলিস্তিন, ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি) গত ২০ মাসের এই হামলার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ২৩ জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় দেশটি।

এসিএলইডির তথ্য অনুযায়ী, ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসরায়েল সর্বোচ্চ ১৮ হাজার ২৩৫টি হামলা চালিয়েছে। লেবাননে ১৫ হাজার ৫২০টি হামলার খবর পাওয়া গেছে। সিরিয়ায় ৬১৬টি, ইরানে ৫৮টি এবং ইয়েমেনে ৩৯টি হামলার তথ্য রয়েছে।

মধ্যপ্রাচ্যের এসব হামলায় ব্যবহৃত হয়েছে যুদ্ধবিমান, ড্রোন, গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র, দূরনিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ এবং পরিকল্পিত সম্পত্তি ধ্বংসকরণ।

গাজায় ৬২৮ দিনেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে গত ২০ মাসে প্রায় ১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যা জাতিসংঘের পরিসংখ্যানে প্রতিফলিত হয়েছে।

গাজা সংকটের মাঝে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত চলেছে প্রায় ১৪ মাস, যা ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতিতে শেষ হয়। সংঘাতের ফলে সীমান্ত এলাকায় হাজারের বেশি নিহতের ঘটনা ঘটে।

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার বিমানবন্দর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে ইসরায়েলি বাহিনী। গত ছয় মাসে সিরিয়ায় ২০০টির বেশি হামলার তথ্য এসিএলইডির কাছে রয়েছে।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত এলাকায়ও ইসরায়েলের হামলা তীব্র আকার ধারণ করেছে। ২০২৫ সালেও এই হামলা অব্যাহত রয়েছে।

সবশেষে, ২০২৪ সালের ১৩ জুন থেকে দুই দেশের মধ্যে টানা ১২ দিন পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েল ও ইরান। এরপর ২৩ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে সই হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স