ঢাকা | বঙ্গাব্দ

ইয়ুভেন্তাসকে উড়িয়ে শেষ ষোলোতে সিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

ফিফা ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ইতালিয়ান ক্লাব ইয়ুভেন্তাসকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইংলিশ জায়ান্টরা। রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইয়ুভেন্তাসও।

অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ৯ মিনিটেই সিটির হয়ে গোলের সূচনা করেন জেরেমি ডোকু। তবে মাত্র দুই মিনিটের ব্যবধানে ইয়ুভেন্তাসকে সমতায় ফেরান টিউন কুপমেইনার্স। এরপর ২৬ মিনিটে ইয়ুভেন্তাসের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় সিটি।

বিরতির পর আরও ভয়ংকর রূপ নেয় সিটি। টানা তিন গোল করেন আর্লিং হালান্ড, ফিল ফোডেন ও স্যাভিনিও। শেষ দিকে, ৮৪ মিনিটে ইয়ুভেন্তাসের হয়ে ব্যবধান কিছুটা কমান দুসান ভ্লাহোভিচ।

ম্যাচের পুরোটা সময়ই আধিপত্য ছিল সিটির। ইতালিয়ান ক্লাবটি যেখানে মাত্র ৫টি শট নিতে পেরেছে, সেখানে সিটির খেলোয়াড়রা নিয়েছে ২৪টি শট, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যভেদী। বল দখলের লড়াইয়েও সিটির ছিল পূর্ণ আধিপত্য—৭৭ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল ইংলিশ ক্লাবটির।

অন্যদিকে, মরক্কোর ক্লাব উইদাদ অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে আল আইন।

এদিকে ক্লাব বিশ্বকাপে চলছে রিয়াল মাদ্রিদ বনাম সালজবার্গ ও আল হিলাল বনাম পাচুকার ম্যাচ। শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সালজবার্গ, আল হিলাল অথবা রিয়াল মাদ্রিদ।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স