ঢাকা | বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়: ৬৬ দিনেও যোগ দেননি সুফিউর, নিয়োগ কি এখনো কার্যকর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে প্রায় দুই মাস আগে নিয়োগ দেওয়া হলেও এখনো তিনি দায়িত্ব গ্রহণ করেননি। নিয়োগের ৬৬ দিন পার হলেও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজে যোগ দেননি। ফলে গত ২০ এপ্রিল দেওয়া নিয়োগ এখনো বহাল আছে কি না, সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য মেলেনি।

তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইটে এখনো প্রতিমন্ত্রীর মর্যাদায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীদের তালিকায় সুফিউর রহমানের নাম রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, নিয়োগের পর সুফিউর রহমান অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করে তাঁর নির্দেশনা নিয়ে দায়িত্বে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তখন প্রধান উপদেষ্টা কাতার সফরে থাকায় সাক্ষাৎ সম্ভব হয়নি। পরবর্তীতে ইউনূস দেশে ফিরলেও শেষ পর্যন্ত তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাননি সুফিউর রহমান।

ওই কর্মকর্তাদের দাবি, তারা অনানুষ্ঠানিকভাবে জেনেছেন, সুফিউর রহমান আর এই পদে যোগ দিচ্ছেন না। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও সাংবাদিকদের জানান, সুফিউর রহমান এই পদে যোগ দেননি—এটুকু তিনি নিশ্চিত করে বলতে পারেন।

এর আগে, গত বছরের অক্টোবরে সুফিউর রহমানকে রোহিঙ্গাবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগের পরিকল্পনা ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নানা প্রচারণা শুরু হলে সেই নিয়োগ আর বাস্তবায়িত হয়নি। অভিযোগ ছিল, আওয়ামী লীগ সরকারের আমলে জেনেভায় স্থায়ী প্রতিনিধি থাকাকালে সুফিউর রহমান সরকারের পক্ষ নিয়ে ভিন্নমতাবলম্বী ও মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে কাজ করেছিলেন।

২০ এপ্রিল প্রকাশিত নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে এবং তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে এই প্রজ্ঞাপন প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকের আশঙ্কা ছিল, এতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের ক্ষমতা ক্ষুণ্ন হবে।

সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানায়, গত ৭ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, সুফিউর রহমান এই পদে যোগ দিতে পারবেন না। তবে অজানা কারণে এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সুফিউর রহমান ২০২৪ সালে কূটনৈতিক জীবন থেকে অবসর নেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছাড়াও অস্ট্রেলিয়া ও মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির এসআইপিজিতে জ্যেষ্ঠ গবেষণা ফেলো হিসেবে কর্মরত।

যোগ না দেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স