ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে বিশ্বকে বার্তা দিয়েছে যে, তাদের কণ্ঠস্বর এক এবং অটুট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সে দাবি ছিল অত্যন্ত অবমাননাকর এবং ইরানের মতো শক্তিশালী জাতির জন্য অপমানজনক।
বৃহস্পতিবার (২৬ জুন) ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর খামেনি প্রথমবারের মতো ভিডিওবার্তা দেন। তার পূর্ণ বক্তব্য প্রচারের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
খামেনি বলেন, ‘ইরান কখনো আত্মসমর্পণ করবে না। ট্রাম্প বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে, তাহলেই যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে। কিন্তু তা কখনোই হবে না। কারণ আমরা একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি। ইরান তার দৃঢ় অবস্থান থেকে কখনোই পিছু হটবে না। ইতোমধ্যে আমরা আমেরিকানদের মুখে চপেটাঘাত করেছি।’
তিনি আরও বলেন, ইরান ও তার জনগণকে দমিয়ে রাখার সব অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হবে।
Abdur Rabby
