ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

নেত্রকোনার আটপাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় অস্ত্র, দুটি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ইটাখলা গ্রামের মৃত আব্দুস সেলিমের ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনাম আহমেদ বাবু (২৯), একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সুমন মিয়া (৩০) এবং মাহাবুব আলমের ছেলে বানিয়াজান ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ইমরান হাসান (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ওমর ফারুকের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় এনাম, সুমন ও ইমরানকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পরে তাদের আটপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স