ঢাকা | বঙ্গাব্দ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

গ্রুপ চ্যাম্পিয়ন না হলে বিদায়—এই সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে কোনো অঘটনের সুযোগ দেয়নি স্প্যানিশ জায়ান্টরা। ভিনিসিয়ুস জুনিয়র, ফেদেরিকো ভালভার্দে এবং গঞ্জালো গার্সিয়ার দুর্দান্ত গোলের সাহায্যে রেড বুল সালজবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা।

শুক্রবার (২৭ জুন) সকালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে শুরু হয় ম্যাচটি। শুরুতে উভয় দলই কিছুটা রক্ষণাত্মক থাকলেও ৪০তম মিনিটে জুড বেলিংহ্যামের বাড়ানো দারুণ পাস থেকে গোল করেন ভিনিসিয়ুস। এই গোলের পর ম্যাচের দিক পুরোপুরি ঘুরে যায় রিয়ালের দিকে।

প্রথমার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে (৪৫+৩) ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভার্দে। উরুগুয়ানের এই গোলেও গুরুত্বপূর্ণ অবদান ছিল ভিনিসিয়ুসের।

ম্যাচের শেষদিকে সালজবুর্গের ডিফেন্ডারদের বড় এক ভুলের সুযোগ নেয় রিয়াল। প্রতিপক্ষের একজন ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া। ফলে ৩-০ ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে, একই দিনে আরেক ম্যাচে সৌদি ক্লাব আল হিলাল ২-০ গোলে হারিয়েছে পাচুকাকে। প্রথম গোল করেন সৌদি আরবের বিশ্বকাপ নায়ক সালেম আল দাওসারি। ম্যাচের ইনজুরি টাইমে দলের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস লিওনার্দো। এই জয়ে গ্রুপ 'এইচ' থেকে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে আল হিলাল।

শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে 'জি' গ্রুপের রানার্সআপ জুভেন্টাসের। আর আল হিলাল খেলবে 'জি' গ্রুপের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স