সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজ শুক্রবার (২৭ জুন) থেকে শুরু হচ্ছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই ঐতিহ্যবাহী উৎসব উদযাপিত হয়।
সনাতন ধর্মমতে, জগন্নাথ দেব অর্থাৎ জগতের নাথ বা অধীশ্বর। তাঁর আশীর্বাদে মানবজীবনে কল্যাণ ও মুক্তি আসে। এই বিশ্বাস থেকে প্রতিবছর রথে জগন্নাথ দেবের প্রতিমা বসিয়ে সাজানো হয় এবং ভক্তরা রথ টেনে এই ধর্মীয় যাত্রায় অংশ নেন।
রথযাত্রার মূল আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা, যা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। এরপর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে আগামী ৫ জুলাই উল্টোরথের শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসবের আনুষ্ঠানিকতা। রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানিয়েছেন, ঢাকার স্বামীবাগ আশ্রমে আজ সকাল ৮টায় বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হবে রথযাত্রা মহোৎসব। দুপুর দেড়টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে। সভাপতিত্ব করবেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।
ঢাকায় রথযাত্রার নির্ধারিত রুট হলো—স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে শেষ হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে।
৫ জুলাই বিকেল ৩টায় একই রুটে উল্টোরথের শোভাযাত্রার মাধ্যমে এই ধর্মীয় আয়োজনের পরিসমাপ্তি ঘটবে।