ঢাকা | বঙ্গাব্দ

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক শিক্ষার্থীর পরীক্ষার বিষয়টি বর্তমানে গুরুত্বসহকারে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

শুক্রবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে এই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই কঠিন সময়ে আমরা তার পাশে আছি এবং তাকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

জানা যায়, মিরপুরের ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থী পরীক্ষার সময় শুরুর প্রায় দেড় ঘণ্টা পর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে উপস্থিত হন। তবে নির্ধারিত সময়ের বাইরে কেন্দ্রে পৌঁছানোর কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্মকর্তারা জানান, নিয়ম ভঙ্গ করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ওই মেয়ের বাবা নেই এবং সকালে তার মা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। পুরো পরিবারের কেউ মায়ের দেখাশোনা করার মতো অবস্থায় নেই। তাই মেয়েটিই মাকে নিয়ে হাসপাতালে যান। সেখানে থেকে দ্রুত দৌড়ে এসে পরীক্ষার হলে যাওয়ার পরও সময়ের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স