ঢাকা | বঙ্গাব্দ

উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে শাহজালালে জরুরি অবতরণ করল বিমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। আকাশে প্রায় ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর এ সমস্যা শনাক্ত করেন পাইলট। নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি এবং সফলভাবে অবতরণ করেন।

শুক্রবার (২৭ জুন) সকালে বিমানের বিজি-৫৮৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ওই উড়োজাহাজে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা ৩৮ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে। তবে কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনজনিত সমস্যার বিষয়টি ধরা পড়ে। এরপর পাইলট সতর্কতার সঙ্গে বিমানটি ঘুরিয়ে আনেন এবং সকাল ৮টা ৫৯ মিনিটে সফলভাবে অবতরণ করেন। যাত্রীরা সবাই নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, উড়োজাহাজটির কারিগরি ত্রুটি শনাক্ত করে যথাযথ মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স