অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে রক্ষায় সব জাতির সম্মিলিত প্রচেষ্টা দরকার। সবাইকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের আগেই আমাদের সঠিক পথ বেছে নিতে হবে।
শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে শুরু হওয়া দুই দিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, সোশ্যাল বিজনেস ডে আমাদের জন্য একটি পারিবারিক পুনর্মিলনের মতো। আগের সরকার এ দিবস পালনে বাধা দিয়েছিল। তবে এবার ৫ আগস্টের পর বাংলাদেশ এই দিবস আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে পারছে।
তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায় হলো সামাজিক ব্যবসা। অনুদানের মাধ্যমে টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এবারের সোশ্যাল বিজনেস ডের মূল প্রতিপাদ্য— ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।’ তিনি বলেন, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই বিশ্ব গড়তে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এমন শিক্ষা দরকার, যা মানুষকে স্বপ্ন দেখতে শেখাবে। কারণ, স্বপ্ন ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গড়ার পথ দেখাবে।
ড. ইউনূস বলেন, আমরা বিষণ্ন পৃথিবী চাই না, চাই একটি সুন্দর, মানবিক পৃথিবী। নতুন সভ্যতা গড়ার লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সেটা পারব।
দুই দিনব্যাপী এ আয়োজনে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং আটটি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনের বেশি বিদেশিসহ মোট সহস্রাধিক ব্যক্তি অংশ নিচ্ছেন।