৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল না হলে ওই দিন জুলাই বেহাত দিবস পালন এবং জুলাই সনদের দাবিতে আগামী ১ জুলাই লাল মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান হাদি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ঘোষিত ৩০ কার্যদিবসের সময়সীমা শেষ হলেও এখন পর্যন্ত সরকার জুলাই সনদ দেয়নি। তাই ১ জুলাই শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ইনকিলাব মঞ্চ লাল মার্চ করবে। এই মার্চে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরাও অংশ নেবেন। তিনি জানান, দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর এবং ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
ইউনূস সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকার শুধু রাজনৈতিক দলগুলোর প্রতি নয়, প্রথম এবং প্রধানভাবে দায়বদ্ধ জুলাই শহীদ পরিবার ও আহতদের প্রতি। তাই তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সংগঠনটি আরও দাবি জানায়, ১৬ জুলাই শুধু শহীদ আবু সাঈদ দিবস হিসেবে সীমাবদ্ধ না রেখে দিনটিকে সার্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণা করতে হবে।