বিএনপির নাম ব্যবহার করে ষড়যন্ত্র ও সুযোগ নেওয়ার অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠীর ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উদ্যোগে রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য অপকর্ম চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে দলের হাইকমান্ডের কোনো নির্দেশনা বা অনুমোদন নেই।
তিনি আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়ালদের মতো ব্যক্তিদের তত্ত্বাবধানে হওয়া ডামি নির্বাচনের কারণেই দেশে অবৈধ শাসন ও অবৈধ আইনের শৃঙ্খলে দেশ জড়িয়ে পড়েছিল। ডাকাতদের হাতে রাষ্ট্রক্ষমতা চলে গিয়েছিল। তিনি বলেন, যেন আবারও দেশে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় তিনি নিরপেক্ষ ও যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।