ঢাকা | বঙ্গাব্দ

নিরপেক্ষতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার: নুর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতা যাচাইয়ের জন্য অন্তত সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভাসহ স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হওয়া উচিত।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে জনগণ বুঝতে পারবে সরকার আবারও আগের মতো দিনের ভোট রাতে করে কিনা। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের কর্মকাণ্ড একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ঝুঁকে পড়েছে। প্রশাসনের অনেকে মনে করছে, ওই দলই আগামীতে ক্ষমতায় আসবে। তাই তারা পদ-পদবির লোভে এখন থেকেই সেই দলের প্রতি তোষামোদ শুরু করেছে।

তিনি অভিযোগ করে বলেন, ওই দলের নেতারা যেখানে যান, সেখানেই তাদের ভিআইপি প্রটোকল দেওয়া হচ্ছে। এ ধরনের পক্ষপাতমূলক আচরণ বন্ধ করতে হবে। স্থানীয় পর্যায়ে সরকারের নিরাপত্তা ব্যবস্থায় সকল রাজনৈতিক দলের মতামত গ্রহণ করতে হবে।

নুর আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নিয়ে একটি বড় রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই একমত। শক্তিশালী বা দুর্বল যেই হোক, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ।

তিনি বলেন, গণহারে গ্রেপ্তার ও বিচার-নির্যাতনের সংস্কার সম্পন্ন করে তারপর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে হবে। পেশিশক্তি ও নির্দিষ্ট কোনো দলের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকা রাখতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স