ক্ষমতায় থাকলেও অন্তর্বর্তী সরকারের কোনো বাস্তব কর্তৃত্ব নেই বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এই সরকার গণ-অভ্যুত্থানের ঐক্য বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের বর্তমান অস্থিরতা শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে সমাধান সম্ভব হবে, এমন ধারণা অনেক দলের মধ্যে রয়েছে। তবে বাস্তবে এটি যৌক্তিক নয়। সুশৃঙ্খল পরিকল্পনা নিয়ে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সক্রিয় না হলে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন।
সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে রয়েছে আলোচনা সভা, জিয়াফত, স্মারকলিপি প্রদান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি।