রাষ্ট্রদ্রোহ এবং প্রহসনের নির্বাচনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় আসামিকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। এর আগে নূরুল হুদা ৪ দিনের রিমান্ডে ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, সাবেক সিইসি নূরুল হুদা পাতানো নির্বাচন করায় সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া ভোটারদের সঙ্গে প্রতারণা করে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে জড়িতদের গ্রেফতারে তাকে আবারও রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চাইবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রহসনের নির্বাচন বলেও অভিযোগ এনে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।
মামলাটি দায়েরের পরেই ওই দিন রাতেই সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সোমবার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আর কাজী হাবিবুল আউয়ালকে গত বুধবার সকালে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের ওই মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আধ ঘণ্টার শুনানির পর আদালত সাবেক এই সিইসির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।