ঢাকা | বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৫৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মৃত দুই জনই পুরুষ, যার একজনের বয়স ৭২ এবং অপরজনের বয়স ৫০ বছর।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০৭ জন বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালে ২১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন পুরুষ এবং ১৮ জন নারী। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২২২ জনে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স