যুদ্ধ চলাকালীন সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার জন্য একাধিকবার অনুসন্ধান চালিয়েছে ইসরায়েলি গোয়েন্দারা। তবে, তাঁকে খুঁজে না পাওয়ায় এই হত্যাকাণ্ডের কোনো বাস্তব সুযোগ তৈরি হয়নি। এই বিস্ফোরক তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে।
এক সাক্ষাৎকারে কাৎজ বলেন, “যদি সম্ভব হত, তাহলে ইসরায়েলি সেনাবাহিনী অবশ্যই খামেনিকে হত্যা করত। কিন্তু তাঁকে খুঁজে না পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে।”
১২ দিনের সংঘর্ষের পর গত মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে, যুদ্ধবিরতির তিন দিন পেরিয়ে গেলেও এখনও সতর্ক অবস্থায় রয়েছেন খামেনি।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইসরায়েলের ওপর একেবারেই আস্থা রাখে না। যুদ্ধবিরতি কার্যকর হলেও যেকোনো সময় নেতানিয়াহু প্রশাসন খামেনিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। তাই খামেনির নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।