গত ২০ মাসে লেবানন, সিরিয়া, ইয়েমেনসহ পাঁচটি দেশে অন্তত ৩৫ হাজারবার হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিষয়ক গবেষণা সংস্থার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত ফিলিস্তিন, ইরান, লেবানন, ইয়েমেন ও সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, যা এখনও অব্যাহত রয়েছে। বিমান ও মিসাইল হামলার পাশাপাশি ইসরায়েলি পদাতিক বাহিনীর নির্বিচারে সাধারণ মানুষের হত্যার বিষয়টিও গবেষণায় উল্লেখ করা হয়েছে।
হামলার পরিসংখ্যানে ফিলিস্তিনেই সবচেয়ে বেশি, ১৮ হাজারেরও বেশি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া লেবাননে ১৫ হাজার ৫২০, সিরিয়ায় ৬১৬, ইরানে ৫৮ এবং ইয়েমেনে ৩৯ বার ইসরায়েল আগ্রাসন চালিয়েছে।