ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় ২ জনের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

খুলনার রূপসা উপজেলায় বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং আরেকজনের রক্তাক্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রনি ইসলাম বা ‘গ্রেনেড বাবু’ ও তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ হয়। গুলির ঘটনা সংঘটিত হলে ঘটনাস্থলেই সাব্বির নামে একজন নিহত হন। এ সময় মিরাজ ও সাদ্দাম গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে সাদ্দামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

অন্যদিকে, হরিণটানা এলাকা থেকে বাবুল দত্ত নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স