বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি যেন স্বচ্ছ ও সুন্দর হয় এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেজন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ জুন) সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তাঁর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, রাজনৈতিক নেতারা যেন নিজের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকেই প্রথম প্রাধান্য দেন এবং সেই অনুযায়ী নিজেদের বক্তব্য প্রদান করেন।
তিনি দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। এরপর মতলিবের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আব্দুল মান্নান এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী উপস্থিত ছিলেন।
Abdur Rabby
