ঢাকা | বঙ্গাব্দ

ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

মানিকগঞ্জের ঘিওর উপজেলার একজন ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

জানা গেছে, গত ২৩ জুন রাতে ঘিওরের বাসস্ট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার ও ট্রেনিং সেন্টারের মালিক আলী আজম মানিককে একটি তুচ্ছ ঘটনায় নাসিম ভূইয়া দাড়ি ধরে টানা হেঁচড়া ও মারধর করেন। ঘটনার পর মানিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

দাড়ি ধরে হেনস্তা ও মারধরের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর থেকে অভিযুক্ত নাসিম ভূইয়া আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি তাকে গ্রেফতার করে এবং বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স