ঢাকা | বঙ্গাব্দ

নাটোরে নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর নয় বছর বয়সী মিনহাজ হোসেন আবিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) রাত নয়টার দিকে উপজেলার মহিশভাঙ্গা এলাকা থেকে তার দেহটি উদ্ধার করা হয়।

নিহত আবির ওই এলাকার মিলন হোসেনের একমাত্র ছেলে এবং স্থানীয় আবিদ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, বিকেল তিনটার দিকে আবির বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। সন্ধ্যার দিকে আবিরের বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। রাত নয়টার দিকে স্থানীয়রা বনলতা মসলা ফ্যাক্টরির পাশে রক্তমাখা বাইসাইকেল দেখতে পেয়ে পুলিশকে জানান। এরপর এলাকার মানুষ ও পরিবার তার আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে ভুট্টার ডালপালার নিচে রক্তমাখা অবস্থায় আবিরের মরদেহ পায় এবং পুলিশকে খবর দেয়।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আবিরকে ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ এখন থেকে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স