লালমনিরহাট সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোলাম জাকারিয়া প্লাবন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গীদালের তেপতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।
নিহত প্লাবন কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে। আহতরা হলেন মাহাথির মোহাম্মদ ফুয়াদ (২২) ও আতিকুর রহমান রিজু (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে তিনজন যুবক মোটরসাইকেলে করে বড়বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে গীদালের তেপতি এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্লাবনের মৃত্যু হয়। আহত দুইজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।