ঢাকা | বঙ্গাব্দ

মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ তিন দফা দাবি ইসলামী আন্দোলনের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ তিন দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৮ জুন) সকাল থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতাকর্মীদের ঢল নামে। এতে পুরো উদ্যান জনসমুদ্রে পরিণত হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন পদ্ধতিতে সংস্কার, জুলাই মাসের গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

সকালে মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয় সকাল ১০টায়। দুপুর ২টায় শুরু হয় মূল আনুষ্ঠানিক অধিবেশন। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

দলটির নেতারা জানিয়েছেন, দাবি আদায়ে আগামী দিনেও কর্মসূচি অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স