বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত। নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা দিনদিন খারাপের দিকে যাচ্ছে। এই সংকট মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ মনোযোগ দিতে হবে। তিনি বলেন, আমরা সরকারের ব্যর্থতা ও ভুলের সমালোচনা করব, তবে সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন জনগণের কল্যাণে কাজ করা তাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকে জনগণের মাঝে আশার আলো তৈরি হয়েছে।
রিজভী বলেন, মব কালচারের (সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার) মতো অশুভ প্রবণতা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে। একইসঙ্গে এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে গুম, খুনের ভয়ে কেউ আতঙ্কিত থাকবে না।