ঢাকা | বঙ্গাব্দ

‘আগামী নির্বাচন নিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ মিথ্যা তথ্য ছড়াতে পারে’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

আগামী নির্বাচনের প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ মিথ্যা তথ্য ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলে শঙ্কা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়্যব। তিনি বলেন, মিথ্যা তথ্য শুধু দল পর্যায়ে নয়, প্রার্থী পর্যায়েও ছড়িয়ে পড়তে পারে।

শনিবার (২৮ জুন) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আলোচনায় ফয়েজ আহ্মদ উল্লেখ করেন, বানোয়াট ও চাঞ্চল্যকর তথ্য সাধারণ মানুষ বেশি পছন্দ করে। তাই অনেক গণমাধ্যম আর্থিক লাভের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করে। তিনি বলেন, ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যেখানে বিএনপির উপস্থিতি প্রায় অর্ধেক হয়ে গেছে।

তিনি আরও বলেন, অপতথ্য রোধে রাজনৈতিক দলের তথ্য ও প্রযুক্তি বিভাগের কর্মীদের প্রশিক্ষণের আওতায় আনা উচিত।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স