ইসলামিক রিপাবলিকের শত্রুরা ভয়ে একতরফাভাবে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে; ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক আলী আসগর মুজতাহিদজাদেহ। শনিবার (২৮ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
রাসা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মুজতাহিদজাদেহ বলেন, ইরান কোনও চুক্তি করেনি এবং শান্তির আগ্রহ প্রকাশ করেনি। বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে যুদ্ধবিরতির জন্য অনুনয়-বিনয় করেছে।
তিনি আরও বলেন, তেহরানের সরকারি বিবৃতিতে যুদ্ধবিরতির কোনো উল্লেখ নেই। মুজতাহিদজাদেহ জানান, “শত্রু আক্রমণ করেছিল, ইরান জবাবে শক্তিশালী আঘাত করেছে এবং শেষ পর্যন্ত একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে।”
কোমের বিশেষ ধর্মীয় আদালতের সাবেক প্রধান মুজতাহিদজাদেহ বলেন, “ইরান সর্বদা সতর্ক এবং সশস্ত্র অবস্থায় আছে।”
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে এবং এ বার্তা দিয়েছে যে জনগণের কণ্ঠস্বর একত্রিত।
খামেনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন, যা তার মুখ থেকে শুনতে বড় ধরনের মন্তব্য ছিল।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনায় বসবেন। ইরান-ইসরায়েল যুদ্ধে স্থগিত থাকা সংলাপ পুনরায় শুরু হতে যাচ্ছে।