ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানে শিশুকে বাঁচাতে গিয়ে একই পরিবারের ১১ জনের প্রাণহানি, ৯ মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় একই পরিবারের ৯ জনের মরদেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এই বন্যায় ওই পরিবারসহ অন্তত ১৮ জন পানিতে ভেসে গেছে। তাদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করেছে স্বেচ্ছাসেবীরা। এ ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

মৃতদের তালিকায় বেশ কয়েকজন শিশু রয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৬ জন।

নিখোঁজদের উদ্ধারে বর্তমানে কমপক্ষে ৮০ জন উদ্ধারকর্মী কাজ করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি মৌসুমি বৃষ্টিপাতের কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার (২৭ জুন) খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাত নদীর তীরে পিকনিক করছিল ওই পরিবারটি। ছবি তুলতে পাড় থেকে একটু দূরে গিয়ে এক শিশু বন্যার পানিতে ভেসে যায়। তাকে বাঁচাতে অভিভাবকরা পানিতে ঝাঁপ দেন, কিন্তু তাদেরও বন্যার তীব্র পানিতে ভেসে যেতে হয়।

এখনও নিখোঁজদের উদ্ধার করতে স্থানীয়রা এবং উদ্ধারকর্মীরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স