যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৭ জুন) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন এবং বলেন, তেহরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখে, তবে তিনি আবার ইরানে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করবেন।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর খামেনেইয়ের প্রথম মন্তব্যের জবাবে ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া জানান। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে এই সংঘাতের অবসান ঘটায়।
স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ট্রাম্প খামেনেইকে লক্ষ্য করে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি দাবি করেন, যুদ্ধ শুরু হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে খামেনেইকে ‘একটি ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যু’ থেকে রক্ষা করেছিলেন।