ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাট সীমান্ত দিয়ে এক ভারতীয়কে পুশ ইন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

জয়পুরহাটের একটি সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার সকালে ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন। শুরুতে তিনি অজ্ঞাতপরিচয় হিসেবে ভর্তি হলেও পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

ভারতীয় ওই নাগরিকের নাম জীবন দে। তিনি ভারতের আসাম রাজ্যের কুলারঘাট ভেড়াপান্নি এলাকার বাসিন্দা।

আজ শনিবার (২৮ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জীবন দে জানান, বিএসএফ সদস্যরা তাকে বাড়ি থেকে ধরে এনে বাংলাদেশে পুশ ইন করেছে। তবে কোন সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তিনি আরও জানান, তিনি ভারতে ফিরতে চান।

জীবন দে’র শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে তার মাথা ও হাতে আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে জয়পুরহাট-হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা জানান, পুশ ইন সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স