ঢাকা | বঙ্গাব্দ

‘বিশেষ কিছু নয়, ড. ইউনূসের সঙ্গে সিইসির বৈঠক সৌজন্যমূলক ছিল’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বৈঠকটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সাক্ষাতে কোনো বিশেষ উদ্দেশ্য বা গোপন আলোচনার বিষয় ছিল না বলেও তিনি পরিষ্কার করেছেন।

শনিবার (২৮ জুন) বিকেলে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠক নিয়ে বিএনপি জানতে চেয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘সেটি ছিল সম্পূর্ণ আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ, সেখানে আলোচনার মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না।’

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এজন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স