ঢাকা | বঙ্গাব্দ

জুলাই স্পিরিট থাকলে কোনও ষড়যন্ত্র সফল হবে না: সারজিস আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ঐক্যবদ্ধ থাকলেই আর কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করতে পারবে না। তিনি বলেন, যতদিন ‘জুলাই স্পিরিট’ থাকবে, ততদিন কোনো প্রোপাগান্ডা বা ষড়যন্ত্র দেশের অগ্রযাত্রা রোধ করতে সক্ষম হবে না।

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, আমাদের মধ্যে সাময়িক সমস্যা থাকলেও ঐক্যবদ্ধ থেকে তা সমাধান করা হবে। সংস্কার ও বিচারের বিষয়ে কোনো দ্বিমত নেই। সংসদে জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি প্রবর্তনের ওপর জোর দেওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, শুধু রাজনৈতিক সমাবেশ নয়, কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করাও প্রয়োজন। এছাড়া, জনদুর্ভোগ যাতে না হয়, তাও খেয়াল রাখতে হবে। তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের সময় দাড়ি-টুপি দেখে টার্গেট কিলিং হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ঘটনা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স