জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া দেশের মানুষ কোনো নির্বাচনের ফলাফল গ্রহণ করবে না।
শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করে বলেন, জাতির স্বার্থে নিরপেক্ষ থাকুন এবং কারো প্রতি পক্ষপাত করবেন না। দুই হাজার ছাত্র-জনতার জীবন ও হাজার হাজার মানুষের রক্ত, ফাঁসি ও ক্রসফায়ারের সংগ্রাম বিফল হতে দেবো না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অপরিহার্য। জাতির উদ্দেশে এক ধরনের বক্তব্য দিলেও কোনো একটি দলের সঙ্গে বৈঠকে আলাদা কথা বললে আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কোনো নির্দিষ্ট দলের সঙ্গে আলোচনা করে মত পরিবর্তন করা ভালো লক্ষণ নয়। নির্বাচনের আগেই বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে। নতুন বাংলাদেশে অবশ্যই নতুন কাঠামো ও পদ্ধতিতেই সংস্কার ও নির্বাচন কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেও জোর দাবি জানান তিনি। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের আহ্বান জানান জামায়াতের এই নেতা।