ঢাকা | বঙ্গাব্দ

করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও সাত জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে শনাক্তের হার ছিল ৩.০৮৭ শতাংশ।

এ পর্যন্ত চলতি বছরে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২২ জনের মৃত্যু এবং ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স