ঢাকা | বঙ্গাব্দ

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ রোববার (২৭ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজকের বৈঠকে সংস্কার-সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এর আগে দ্বিতীয় পর্যায়ের ৬ দিনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ৯টি এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সর্বশেষ গত বুধবারের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত পোষণ করে।

একইসঙ্গে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন— এমন প্রস্তাবে বিএনপি সম্মতি দিলেও, নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাসের বিষয়ে তারা রাজি হয়নি। এছাড়া, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য পৃথক কমিটি গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে দলটি।

অন্যদিকে, সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স