ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত শুক্রবার (২৭ জুন) মুরাদনগর থানায় ফজর আলীকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। তার অভিযোগ, গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে ফজর আলী তাকে ধর্ষণ করে।

এ ঘটনার আগে ধর্ষণের অভিযোগ ওঠা রাতেই স্থানীয় লোকজন ফজর আলীকে আটক করে এবং গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় সে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে থাকা কিছু ব্যক্তি ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ২৬ জুন রাত ৮টার দিকে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী এবং তার স্বামী দুবাই প্রবাসী। অভিযুক্ত ফজর আলী একই গ্রামের শহীদ মিয়ার ছেলে।

ঘটনার পরপরই মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স