ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লার ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতারা দায়ী: উপদেষ্টা আসিফ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৮ জুন) গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, মুরাদনগরের আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও পুনর্বাসনের ফলে সাধারণ মানুষ অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি এবং ধর্ষণের শিকার হচ্ছে। যারা এসব অপরাধীদের সুযোগ করে দিয়েছে, আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী।

তিনি আরও বলেন, এর আগেও চাঁদাবাজিকে হাতেনাতে ধরার পর তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা চালায় এক প্রভাবশালী মাফিয়া বাহিনী। মুরাদনগর এখন আরও বড় মাফিয়াদের দখলে চলে গেছে। এলাকার মানুষ গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে বললেও মুরাদনগরের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

আসিফ মাহমুদ জানান, স্থানীয় প্রশাসন ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তবে মূল মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ জুন) ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় ফজর আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। ইতোমধ্যে ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স